সয়াবিনের রাজধানী হিসাবে খ্যাত উপকূলীয় জেলা লক্ষীপুরের বিস্তীর্ণ মাঠজুড়ে সয়াবিন গাছের সমারোহ। চলতি মৌসুমে ফেব্রুয়ারি মাসে সয়াবিনের বীজ বোনা শেষ হয়েছে। এখন গাছ বেড়ে উঠছে, চলছে পরিচর্যা। ভালো ফলন ঘরে তুলতে চাষিরা সারাদিন অবিরাম কাজ করছে মাঠে। জেলার রায়পুর উপজেলার...